যদি....
যদি!!
কি আর এমন হত, যদি এই জমানো প্রেম
পৌষের শীতে না এসে, ভাদ্রের ক্ষরতাই আসত!
অভিমান করতাম!
আর কি করতে?
আবহাওয়ার ঘোষাণা পত্রে
মাঝারি শৈতপ্রবাহ বয়ে দিতাম!
হয়তো হিমালয় হতে হিমেল হাওয়া
যদি চাও আরো হাড় কাঁপানো ঠান্ডা
তাই...? কিন্ত......কেন?
No comments