আবরার ফাহাদ
আবরার ফাহাদ
দু’চোখ কেন নির্ঘুম আজ
গত কয়েক রাত ধরে বুকে ব্যাথা
চিনচিন ব্যথা, সারা শরীরে___,
রক্তকণিকা গুলি জমাট বেঁধেগেছে
শিরা-উপশিরা গুলি কেমন জানি ফুলে উঠেছে
মস্তিষ্কের নিউরন গুলি ঘুমিয়ে পরছে
এত রাত কিন্তু জানালা খোলা
মা’য়ের আচঁলের ঘ্রান আসছে
সেই শৈশব থেকে আজ অবধি
মা’য়ের কোলে শুয়ে গল্পকথা___
ঘরের আঙিনায় মায়ের অপেক্ষমাণ ছায়া
পিদিমের আলোয় স্নেহের ছবি ভেসে ওঠা
আবরার___ বাবা আবরার____ উঠ বাবা [ মা ডাকছে]
এবার ঘুমোতে যা বাবা, অনেক রাত হয়েছে
বাড়িতে এসেছিস, দুটা দিন বিশ্রাম নে___বাবা
আমার সকল চিন্তা যে তোকে নিয়ে ...,,,
রাত জেগে পড়ে চোখ দুটি শুকিয়ে ফেলছিস
চুল গুলি কেমন অযত্নে অবহেলায় উসকো হয়ে গেছে।
দূরের মসজিদ হতে মুয়াজ্জিনের দরদ কন্ঠে
আজান ভেসে আসছে____
হাইয়্যা আলাল্ ফালাহ,
হাইয়্যা আলাল্ ফালাহ,
আস সলাতু খাইরুম মিনান নাউম,
আস সলাতু খাইরুম মিনান নাউম,
জাওয়াদ ___বাবা জাওয়াদ ওঠ
মসজিদে আযান হয়েছে_____।
হে ____উঠছি____মা।
খুব পিপাসা পেয়েছে, পানি কোথায়।
আমি কি স্বপ্ন দেখেছি..... ,,,!! নাকি .....?
আমার.....কি হয়েছে!!
No comments